বাংলা হান্ট ডেস্ক: ফের ঝড়-বৃষ্টি শুরু রাজ্যে। বুধবার উত্তর-দক্ষিণ (South Bengal) দুই বঙ্গেরই বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। এরপর আরও দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Office)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার বাংলার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তরে তামিলনাড়ু এবং দক্ষিণে অন্ধ্র উপকূলের কাছে একটি নিম্নচাপ রয়েছে। উত্তর-পূর্ব দিকে এই নিম্নচাপের অভিমুখ রয়েছে। এই নিম্নচাপ ২৪ মে সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। ২৫ মে আরও ঘনীভূত হবে উত্তর-পূর্ব এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করবে।
অন্যদিকে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার দরুন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে আসছে। এই সবের জেরেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতের বৃষ্টি সম্ভাবনা রয়েছে গোটা সপ্তাহ জুড়েই।
আজ বৃহস্পতিবারও ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলারই কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে। এরপর শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শনিবার থেকে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: কনফার্ম খবর! এবার হাওড়া, শিয়ালদায় মিলবে এই নতুন সুবিধা, রেলের উদ্যোগে কপাল খুলবে যাত্রীদের
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শুক্রবার ও শনিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।