বাংলা হান্ট ডেস্ক: বৈশাখের সকালের আলো ফুটতেই শুরু অস্বস্তি। দিনভর তাপপ্রবাহ, অসহ্য গরমে জ্বলছে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) সবকটি জেলায় জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। উত্তরের কয়েকটি জেলাতেও একই দশা। এই আবহে একমাত্র দিশা দেখাতে পারে বৃষ্টি। তবে বৃষ্টিহীন ভাবেই কাটলো গোটা এপ্রিল মাস। মে মাসে কী বৃষ্টি হবে? এই বিষয়ে খানিক স্বস্তির খবরই দিচ্ছে আবহাওয়া দপ্তর (Weather Ofiice)।
আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত তাপপ্রবাহ চলবে। চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা কমবেও না। আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। খটখটে শুষ্ক থাকবে আবহাওয়া। তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে , দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলিতে।
স্বস্তি দিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপাতত গরম আর বাড়বে না। নতুন মাসে তাপপ্রবাহের তীব্রতাও কিছুটা কমতে পারে। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। চলতে পারে টানা দুদিন।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে। এর প্রভাবেই চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টির জেরে কিছুটা কমতে পারে তাপমাত্রা। দমবে লু এর প্রভাবও। ওদিকে বৃষ্টি চলবে উত্তরেও।
আজকের পর মঙ্গল ও বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েক জেলায়। আজ রাতে দার্জিলঙে, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এর পাশাপাশি আগামীকাল আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা। যদিও কোনও সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন: ভোটের মাঝেই দূর হল টেনশন! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরাট স্বস্তি দিল হাই কোর্ট
উত্তরবঙ্গের চার জেলা বাদে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। জলপাইগুড়ি, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বজায় থাকবে গরম ও আদ্রতাজনিত অস্বস্তি। তবে তাপপ্রবাহের কোনও সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর তরফে।