বাংলা হান্ট ডেস্ক: বৈশাখের শুরুতেই খেল দেখাচ্ছে আবহাওয়া। দিনের বেলায় সূর্যের তাপে আর পেরে ওঠা যাচ্ছে না। আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) জানিয়েছে এবার ধীরে ধীরে আরও বাড়বে গরম। তবে এরই মধ্যে আজ স্বস্তির বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় ঝমঝমিয়ে শুরু? জানুন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধে থেকে রাতের মধ্যেই উত্তর এবং দক্ষিণবঙ্গের অন্তত পাঁচটি জেলায় বজ্রবিদ্যু়ৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা।
এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সন্ধের মধ্যেই উত্তরবঙ্গের তিন জেলায় দুর্যোগ শুরু হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। গতিবেগ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার। পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় বৃষ্টি হতে পারে। আরও ৩ দিন ভিজতে পারে এই সব জেলা।
ওদিকে তাপমাত্রা বৃদ্ধি নিয়েও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে বেশ খানিকটা বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: BJP-তে আসতে চেয়েছিলেন তৃণমূলের এই মন্ত্রী! এবার নাম ফাঁস করে শোরগোল ফেললেন শুভেন্দু
প্রবল তাপপ্রবাহ নিয়েও সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। রোজ সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সম্ভব হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হলে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বেশি পরিমাণে জল পানের কথা বলা হয়েছে।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!