নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ডবল ডোজ! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather report today 31july 2025

বাংলা হান্ট ডেস্ক: একদিকে নিম্নচাপ অন্যদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। সবমিলিয়ে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এদিকে উত্তরে আজ থেকে খানিকটা দুর্যোগ কমার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ অঞ্চল। মধ্য বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। যা শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে এগোবে। এর জেরেই বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অধিক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি রয়েছে।

ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম সহ গোটা দক্ষিণবঙ্গই। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। সোমবারও বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বৃষ্টি কমার সাথে সাথে তাপমাত্রা ও আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আরও পড়ুন: বনিবনা নেই বাবা ছেলের, বিখ্যাত ব্যবসায়ী পরিবারের জামাই হচ্ছেন অর্জুন! সচিনের হবু পুত্রবধূকে চেনেন?

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

শুক্রবারও বৃষ্টি হবে উত্তরবঙ্গে। তবে কমবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও সতর্কতা জারি নেই। রবি ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রবি থেকে।