আজ আবুধাবিতে মহারণ! হাড্ডাহাড্ডি লড়াইয়ে রোহিত বনাম রাহুল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ আইপিএল এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বাই ইন্ডিয়ান্স। অর্থাৎ আজকের লড়াই রোহিত বনাম রাহুল।

এবার আইপিএলে এই দুই দলই দুর্দান্ত পারফরম্যান্স করছে। তবে পারফরম্যান্সের নিরিখে কিছুটা এগিয়ে রয়েছে কে এল রাহুলের কিংস ইলেভেন পাঞ্জাব। তবে আজকের লড়াই হবে হাড্ডাহাড্ডি। কারণ আজ দুই দলই বেশ শক্তিশালী। কিংস ইলেভেন পাঞ্জাবের একদিকে যেমন রয়েছে কে এল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল এর মত দুর্দান্ত ব্যাটসম্যানরা। তেমনই মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছে রোহিত শর্মা, ডি’ককের মত ব্যাটসম্যান। দুই দলের বোলিংও বেশ শক্তিশালী। কিংস ইলেভেন পাঞ্জাবে রয়েছে মহম্মদ সামি, শেলডন কোরটালের মত বোলার, অপরদিকে মুম্বাই দলে রয়েছে জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্টের মত বিধ্বংসী বোলার।

এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ:

কিংস ইলেভেন পাঞ্জাব:
কে এল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, করুন নয়ার, সরফরাজ আহমেদ, কে গৌতম, শারডন কোর্টাল, মহম্মদ সামি, ক্রিস জর্ডন, রবি বিষো

মুম্বাই ইন্ডিয়ান্স:
ডি’কক, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, ঈশান কিশান, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন।

সম্পর্কিত খবর

X