বাংলা হান্ট ডেস্কঃ আজ ভারতীয় ক্রিকেটে এক বিরাট দিন। কারণ আজ ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন (Virat kohli’s birthday)। আজ 32 বছরে পা দিলেন এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। এই মুহূর্তে মরুশহরে আইপিএল খেলতে ব্যস্ত বিরাট কোহলি। আগামীকাল আইপিএলের প্রথম এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কোহলির বেঙ্গালুরু। এই মুহূর্তে সেই প্রস্তুতিতেই ব্যস্ত কোহলির দল।
https://twitter.com/ICC/status/1324254313326194691?s=20
https://twitter.com/ICC/status/1324208006364618753?s=20
https://twitter.com/ICC/status/1324181460337700870?s=20
বিরাট কোহলির জন্মদিনের কোহলিকে শুভেচ্ছা জানিয়েছে তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির তরফে বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ” সেই মানুষটি রেট এন্ড গোল্ড জার্সিতে রক্ত, ঘাম ঝড়িয়েছেন। মিশে আছে তার চোখের জল। আমাদের নেতা, মহানায়ক বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা। আজকের দিনটি উপভোগ কর অধিনায়ক।”
https://twitter.com/RCBTweets/status/1324061746416373765?s=20
• 2011 World Cup-winner
• 21,901 runs, 70 centuries in intl. cricket
• Most Test wins as Indian captain
• Leading run-getter in T20Is (Men's)Wishing #TeamIndia captain @imVkohli a very happy birthday. 👏🎂
Let's revisit his Test best of 254* vs South Africa 🎥👇
— BCCI (@BCCI) November 5, 2020
এছাড়া বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “এমন একজন মানুষ যিনি ফিটনেসকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। নিজের কাজের প্রতি নিষ্ঠা এবং একাগ্রতা অল্প বয়সেই বিরাট কোহলিকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ঈশ্বর তোমার মঙ্গল করুন।”
Happy Birthday @imVkohli. Best wishes.
— Anil Kumble (@anilkumble1074) November 5, 2020
Janamdin mubarak ho King Kohli @imVkohli! Wishing the great Indian batsman a very Happy Birthday! Jahan bhi ho khush raho, chhake chauke maarte raho ❤️ all the best for the playoffs! Hope @RCBTweets turns it around this time 👊🏻 pic.twitter.com/wFjKA6jlwj
— Yuvraj Singh (@YUVSTRONG12) November 5, 2020
Happy birthday @imVkohli have a great year ahead with full of happiness.. keep shining..God bless you pic.twitter.com/4CpC360RVv
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 5, 2020
এছাড়াও এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে 70 টি সেঞ্চুরির মালিক বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। এছাড়াও বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিং, অনিল কুম্বলে, হরভজন সিং, শিখর ধাওয়ান।