বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়া বারবার পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে। হ্যাঁ তবে এখানে রাজনৈতিক আবহাওয়ার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে প্রকৃতির আবহাওয়ার কথা। একদিকে যখন শীতকে আবদ্ধ করে কাঁপছে গোটা বঙ্গ তখন অন্যদিকে বৃষ্টি মাথায় অন্য চিন্তা ধারাকে সাধারণ মানুষের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কিন্তু আশঙ্কার কথায় শোনাচ্ছে।
আগামী দু দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ, বৃহস্পতিবার থেকেই তাপমাত্রার পারদ বাড়তে শুরু করবে। আগামীকাল শুক্রবার সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ বিকেল থেকেই দার্জিলিং পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।
তিনি আরও জানান, তাপমান বাড়ার কারণে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। আগামী দু দিন দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া ও দুই ২৪ পরগণাতে ঘন কুয়াশা থাকবে জানিয়েছেন তিনি