‘কেউই রাজ্যকে বাধ‍্য করতে পারে না..’, আজই DA মামলার চূড়ান্ত শুনানি! সামনে বিরাট আপডেট

Updated on:

Updated on:

dearness allowance(34)

বাংলা হান্ট ডেস্কঃ আগস্টে পরপর পিছিয়েছে ডিএ (Dearness Allowance) মামলা। এদিনও শুরুতেই বিপত্তি! অভিযোগ ওঠে, শুনানিতে বারবার দেরি করে আসছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। বিরোধীদের আরও অভিযোগ, টানা তিনদিন সিব্বলের জন‍্য অপেক্ষা করা হচ্ছে। এ অবস্থায় এদিন রাজ্যের এই আইনজীবীকে ছাড়াই শুনানি শুরু হয় বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে।

সোমেই ডিএ মামলার চূড়ান্ত শুনানি? Dearness Allowance

এদিন শুনানির শুরুতেই রাজ্যের তরফে সওয়াল করা হয়। রাজ্যের আইনজীবী বলেন, ”কোনও আদালতই এআইসিপিআইয়ের হার মেনে ডিএ দেওয়ার জন্য কোনও রাজ্যকে বাধ‍্য করতে পারে না। যদি না রাজ‍্যের নিজস্ব নোটিফিকেশনে সেটার উল্লেখ থাকে।” তিনি বলেন, রাজ‍্যের কোনও নোটিফিকেশনে এআইসিপিআই মানার কোনও উল্লেখ নেই।

আইনজীবীর কথায়, “এআইসিপিআর মানতে কোনও রাজ‍্যকে বাধ‍্য করা মানে রাজ‍্যের ক্ষমতায় হস্তক্ষেপ যা সংবিধানের অবমাননার সামিল।” পাল্টা বিরোধী আইনজীবীর সওয়াল, এভাবে সংবিধানের ৩০৯ ধারার উলঙ্ঘন করা হচ্ছে।

সুপ্রিম কোর্টে দু’পক্ষের সওয়াল-জবাব চলছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র স্পষ্ট জানান, এদিনই আদালত ডিএ মামলার শুনানি শেষ করতে চাইছে।

dearness allowance(25)

সবিস্তারে আসছে…