রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের আর্জি মঞ্জুর! DA মামলায় সুপ্রিম কোর্টে নয়া মোড়?

Published on:

Published on:

dearness allowance(30)

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত (Dearness Allowance) মামলা। জানা যাচ্ছে, আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) এই মামলা উঠবে সুপ্রিম কোর্টে। মামলাটি শোনার জন্য ইতিমধ্যেই একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির সম্মতিতে এই বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে।

ডিএ মামলায় ফের বিলম্ব? Dearness Allowance

সূত্রের খবর, ডিএ মামলা বিচারপতি সঞ্জয় করোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বিশেষ বেঞ্চে উঠবে। সুপ্রিম কোর্টের ১১-তে এই বিশেষ বেঞ্চ ডিএ মামলাটি উঠবে আগামী ৮ সেপ্টেম্বর। জানা যাচ্ছে ডিএ মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠনের অনুরোধ করেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল।

এখানে জানিয়ে রাখি, ৮ তারিখ ডিএ মামলার দুপুর দুটোর পরে উঠবে। তবে আগে যে মামলার শুনানি হবে, সেটি ‘পার্ট-হার্ড ম্যাটার’। অর্থাৎ, মামলাটির শুনানি আগে শুরু হয়েছে, যা বর্তমানে অসমাপ্ত রয়েছে। এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী নতুন মামলা যেহেতু শুরু হবে না সেক্ষেত্রে ডিএ মামলা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবার আইনজীবীমহলের একাংশের মতে যেহেতু এই মামলার শুনানির জন্য ইতিমধ্যেই বিশেষ বেঞ্চ গঠন হয়েছে সেক্ষেত্রে ডিএ মামলার শুনানিটি হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল, ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

dearness allowance(29)

আরও পড়ুন: “পরপুরুষের ছোঁয়া হারাম”, ধ্বংসস্তূপে আটকে পড়া মহিলাদের বাঁচাচ্ছে না উদ্ধারকারীরা, একী কাণ্ড আফগানিস্তানে?

বকেয়া ডিএ সংক্রান্ত মূল মামলার সঙ্গে তিনটি আদালত অবমাননার মামলাও যুক্ত রয়েছে। এর আগে অন্তর্বর্তী নির্দেশ না মানায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিল রাজ্য সরকার। এবার সুপ্রিম কোর্ট ডিএ মামলায় কী সিদ্ধান্ত নেয়, পাশাপাশি পুজোর আগেই সরকারি কর্মীদের কপাল খোলে কী না সেই দিকে নজর রয়েছে সকলের।