বাংলা হান্ট ডেস্ক : যদিও ডিসেম্বরের শুরুতে শীতের ধুন্ধুমার ব্যাটিং শুরু হয়েছিল কিন্তু মাঝে পশ্চিমী ঝঞ্ঝা কার্যত সেই ব্যাটিংয়ে আঘাত করে শীতকে এক প্রকার থামিয়ে দিয়েছিল। কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি থেকে অর্থা চলতি সপ্তাহের শুরু থেকে পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতে আবারও কোমর বেঁধে আসরে নেমে পড়েছে শীত। বুধবার থেকে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রার পারদ নেমেছে।যদিও ডিসেম্বরে এতটা পারদ নেমেছে তা আবহাওয়ার ইতিহাসে খুবই কম। ‘
আট বছর আগে 22 ডিসেম্বর তারিখে ঠিক এমনটাই হয়েছিল, সে দিন শহর কলকাতার তাপমাত্রার পারদ ছুঁয়েছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আট বছর আগের স্মৃতি ফিরে আসছে শুক্রবার অর্থাত্ আজ। বুধবার থেকে তিন ও চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে কমতে শুক্রবার ছুঁতে পারে 10 ডিগ্রিতে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার।
যদিও বৃহস্পতিবার শ্রীনিকেতনে আমরা যা ছিল দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় অনেকটাই কম। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ার ফলে উত্তুরে কনকনে হাওয়া ঢুকতে বাধা নেই বঙ্গে আর তাই তো বৃহস্পতিবার মহানগরীর তাপমাত্রা ছুঁয়েছিল 11.7 ডিগ্রি সেলসিয়াসে সে তুলনায় আজ অর্থাত্ শুক্রবার তাপমাত্রা অনেকটাই নিচে নামবে এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। তবে ঠান্ডার প্রকোপ শুরু হতেই অন্য দিকে ঘুরু ঘুরু মন কিন্তু জেগে উঠেছে।
তাই তো ভিক্টোরিয়া ময়দান ইকো পার্ক সর্বত্রই ডিসেম্বরের ঠান্ডা জাঁকিয়ে পড়তেই ভিড় লক্ষণীয়। আবহাওয়ার দফতরের বিজ্ঞানীরা বলছেন 1966 সালে বছরের শেষে কলকাতায় সব থেকে বেশি ঠান্ডা পড়েছিল, এবারেও কি সেই ইতিহাস ফিরে আসতে চলেছে? তা দেখার সময়ের অপেক্ষা।