আজ লড়াই বিরাট বনাম ওয়ার্নারের, কি হতে চলেছে দুই দলের সম্ভাব্য প্ৰথম একাদশ? রয়েছে বড় চমক

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে আইপিএল অভিযান শুরু করছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আজ আইপিএল এর তৃতীয় ম্যাচে মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা থেকে টিভির পর্দায় স্টার স্পোর্টস চ্যানেল খুলেই দেখা যাবে এই ম্যাচ। এছাড়া মোবাইলে ডিসনি প্লাস হটস্টার ভিআইপিতেও দেখানো হবে এই ম্যাচ।

এই দুই দলে রয়েছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। একদিকে বেঙ্গালুরুতে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, প্রোটিয়া তারকা এবি ডেভিলিয়ার্স, অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চের মত ব্যাটসম্যানরা। অপরদিকে সানরাইজার্স হায়দরাবাদের রয়েছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টোর। এছাড়াও দুই দলে রয়েছেন বেশ কয়েকজন ঘরোয়া প্রতিভাবান ভারতীয় ব্যাটসম্যান।

RCBSquadWeb 1

এছাড়াও দুই দলের বোলিং বিভাগও ব্যাপক শক্তিশালী। ব্যাঙ্গালুরুর বোলিংয়ে রয়েছেন তারকা ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল, দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস, এই দু’জন আমিরশাহির ঘাসের পিচে বড় ভূমিকা পালন করতে পারেন। অপরদিকে হায়দ্রাবাদ দলে রয়েছে ভারতীয় তারকা টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলার ভুবেনেশ্বর কুমার, আফগানিস্তানে তারকা স্পিনার রাশিদ খানের মতো তারকারা।

এক নজরে দেখে নেওয়া যাক কি হতে চলেছে দুই দলের সম্ভাব্য একাদশ:

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, পার্থিব প্যাটেল, এবি ডিভিলিয়ার্স, গুরকিরাত সিং, শিবম দুবে, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, ডেল স্টেন, যুজবেন্দ্র চাহাল।

সানরাইজার্স হায়দ্রাবাদ:
ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোর, কেন উইলিয়ামসন, মনিশ পান্ডে, বিরাট সিং, ঋদ্ধিমান সাহা, বিজয় শংকর, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর