বর্ষা ঢোকার আগেই বৃষ্টিতে ভিজবে বাংলা, বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসের হালকা ঝটকায় পর পর কদিন বাংলায় বৃষ্টির দেখা মিললেও, আবহাওয়ার (weather) সাময়িক উন্নতি হয়েছিল। মাঝে দুদিন রোদেলা আকাশ দেখতে পাওয়ার পর, আবারও গতকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গে বেশকিছু জায়গায় বৃষ্টি হতে দেখা গিয়েছে। কিন্তু এসবের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বঙ্গে বৃষ্টির আগমন ঘটবে কবে?

মৌসম ভবন জানিয়েছে, কেরলে বর্ষা ঢুকবে প্রায় ৩ রা জুন নাগাদ। হিসেব মত কেরলে প্রবেশের পর বর্ষার প্রায় এক সপ্তাহ সময় লাগে বঙ্গে প্রবেশ করতে। তবে কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিহার ও বিহার লাগোয়া উত্তরবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত থাকার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জোলো হাওয়া প্রবেশ করছে। আর সেই জোলো হাওয়ার কারণেই তৈরি হচ্ছে মেঘ। যার জেরেই বৃষ্টির দেখা মিলছে।

Reuters fb

কিন্তু এরই মধ্যে আবার আবহাওয়া দফতর জানিয়েছে, কর্ণাটক উপকূলে পূর্ব মধ্য আরবসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ কিমি ওপরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতি সম্পর্কে বোঝা যাবে আগামী ৪-৫ দিনের মধ্যেই।

আজকের আবহাওয়া
মঙ্গলবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

cbbcsccbsb

আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বৃদ্ধির পূর্বাভাস থাকলেও, কমতে পারে রাতের তাপমাত্রা। তবে সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও, বেলার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাসহ বেশকিছু এলাকায়।

Smita Hari

সম্পর্কিত খবর