বাংলহান্ট ডেস্কঃ কুয়াশার (Fog) দাপট অব্যাহত। বিগত কয়েকদিন ধরে আবহাওয়ার (weather)শিরোনামে জায়গা করে নিয়েছে ঘন কুয়াশা। এদিকে তাপমাত্রাও বেশ কমতে শুরু করে দিয়েছে। এমনকি কুয়াশার মাঝে আবার শিশির পড়তেও দেখা যাচ্ছে। সবমিলিয়ে বলা যায়, এবার মনে হয় বাংলায় হাড়কাপানো শীতের আগমন ঘটতে চলেছে। কুয়াশার জেরে গত কয়েকদিনে যানবাহন চলাচলে খুব সমস্যা তৈরি হয়েছে।
আজকের আবহাওয়া
শুক্রবার সকাল থেকে কুয়াশায় মোড়া কলকাতা শহরে আবার শিশির পড়তেও শুরু করে দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিগত কয়েকদিন ধরেই বাংলায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশা ধীরে ধীরে বৃদ্ধি পেলেও, আবারও বিলীন হয়ে যাচ্ছে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে কুয়ায়শা ঘেরা থাকলেও, ধীরে ধীরে এই কুয়াশা মিলিয়ে যাবে এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। তবে আজ রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে।
বাংলার আবহাওয়া
বাংলার উত্তরের বেশকিছু এলাকা যেমন- দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদহে আজকের পর ধীরে ধীরে কুয়াশার দাপট কমতে দেখা যাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া এবং কলকাতায়ও আলগা হবে ঘন কুয়াশার চাদর। তবে রাতের তাপমাত্রার বিশেষ একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।