ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাউকটে, বাংলায় এর প্রভাবেই চড়বে তাপমাত্রার পারদঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আবর সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় (cyclone) তাউকটের প্রভাব বাংলায় পড়তে পারে- একথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর (weather office)। তবে এই প্রভাব কিন্তু ঝড় বৃষ্টির নয়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার পরিমণ্ডলে শুষ্ক বাতাস প্রবেশ করবে। যার ফলে স্বস্তি উধাও হয়ে, তাপমাত্রার পারদ চড়বে বাংলায়।

জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড় ১৪ ই মে সাগরে সৃষ্ট হয়ে শক্তি বাড়িয়ে, ১৬ ই মে উপকূলভাগে আছড়ে পড়বে। যার প্রভাবে লাক্ষাদ্বীপ সংলগ্ন উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে তা প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসবে উপকূলের দিকে ধেয়ে আসলেও, পরবর্তীতে তা তবে গতি বাড়িয়ে ৮০ কিলোমিটার হতে পারে। আবার দক্ষিণ-পশ্চিমের দিকেও এই ঘূর্ণিঝড় বাঁক নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

292733 cyclone 1 250344

তবে, এর প্রভাব পড়তে পারে তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকেও। ইতিমধ্যেই সমুদ্রের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। সমুদ্রে যাওয়ায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। আর যারা মাঝ সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত ফিরে আসার কথাও বলা হয়েছে।

আজকের আবহাওয়া
শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় মাঝেমধ্যে বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় মাঝেমধ্যে বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে।

karnataka post

সকাল থেকে বেশ রোদের প্রভাব লক্ষ্য করা গেলেও, বেলার দিকে কিছুটা মেঘলা হয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় তাউকটের প্রভাব বাংলায় সরাসরি না পড়লেও, এর পরোক্ষ প্রভাবে বাংলার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাড়বে অস্বস্তি।


Smita Hari

সম্পর্কিত খবর