বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই বেশ রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। নবমী নিশিতে বেশ কিছু জায়গায় বৃষ্টির দেখা মিললেও, মায়ের বিদায়বেলায় আকাশ বেশ পরিস্কার রয়েছে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, গতকাল বেশকিছু এলাকায় হালকা বৃষ্টি হতে দেখা গেছে।
দশমী তিথিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবার তবে উত্তর আন্দামানে তৈরি হওয়া নিম্নচাপের যে সময়ে ওড়িশা উপকূলে আসার কথা ছিল, সেই সময় কিছুটা পিছিয়ে যাওয়ার কারণে নবমী নিশি থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, ১৭ ও ১৮ ই অক্টোবর দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 35° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 27° C |
আদ্রতা | 88% |
বাতাস | 8 km/h |
মেঘে ঢাকা | 84% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মাঝেমধ্যে বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ১৭ ও ১৮ ই অক্টোবর দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ায়। ভাসতে পারে বাংলা।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।