বাংলাহান্ট ডেস্কঃ কেটে গিয়েছে জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, এবার বাংলায় প্রবেশ করবে উত্তুরে হাওয়া। নামবে তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে শুক্রবার জাকিয়ে শীত পড়ার পূর্বাভাস থাকলেও, আজ এবং আগামীকাল তাপমাত্রার পারদ চড়ে থাকবে বলেই জানা গিয়েছে।
বিগত কয়েকদিন কুয়াশা ঘেরা বাংলায় তাপমাত্রা বেশকিছুটা কমে গিয়েছিল। তারপরই আবারও তাপমাত্রার পারদ চড়তে শুরু করে। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আবারও কমবে তাপমাত্রার পারদ, পড়বে জাঁকিয়ে শীত। সামনেই আসছে পিঠে, পুলি, পায়েস খাওয়ার উপযুক্ত সময়।
আজকের আবহাওয়া
বুধবার সকালে মেঘের ফাঁকা দিয়ে দু এক চিলতে রোদ দেখা যাচ্ছে। সকালের দিকটা খুব একটা ঠাণ্ডা না পড়লেও, হালকা গরম জামা অনেকেই পড়েছেন। সকালের দিকে হালকা ঠাণ্ডা অনুভূত হলেও, বেলার দিকে গায়ে গরম জামা রাখা দুস্কর হয়ে পড়ে। তবে হাওয়া অফিস জানিয়েছিল, অন্যান্য বারের ন্যায় এবার একটু বেশি থাকবে ঠাণ্ডার আমেজ এবং স্থায়ী হবেও বেশি দিন।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। গতকালের তুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি। সকালের দিকে সেভাবে ঠাণ্ডা অনুভূত না হলেও, রাতের দিকে সামান্য ঠাণ্ডার আমেজ পেতে পারে বাংলার মানুষ। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকেই বাংলায় প্রবেশ করবে হাড়কাপানো ঠাণ্ডা।