আরও শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণিঝড় তাউকটে, ঘণ্টায় ১৫০-১৬০ কিমি গতিবেগ নিয়ে আছড়ে পড়বে উপকূলেঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় তাউকটে (tauktae)। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য আরব সাগরে শনিবার রাতে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে এই ঘূর্ণিঝড়। বাংলায় এই ঝড়ের প্রভাব না পড়লেও, গুজরাট, মুম্বই, গোয়ায় এর প্রভাব পড়তে পারে। তবে ইতিমধ্যেই কেরলে নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে তাউকটে।

cyclone 1621075305

দিল্লীর মৌসম ভবন সূত্রের খবর, ঘণ্টায় ১৫০-১৬০ কিমি গতিবেগে নিয়ে সোমবার গুজরাট উপকূলে আছড়ে পড়তে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়। আবার ঘণ্টায় ১৭৫ কিমি গতিবেগও ধারণ করতে পারে। ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ১২ কিমি গতিবেগ নিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে, গুজরাটের পোরবন্দর ও নালিয়ায় মঙ্গলবার সন্ধ্যে নাগাদ আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

অন্যদিকে, গত বছর ঠিক সময়ে আমফানের জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বাংলার বিস্তীর্ণ অঞ্চল। যার পরবর্তীতে ঘরছাড়া হয়েছিলেন প্রচুর মানুষ। সেইসময় সরকার যেভাবে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিল, এবারও আগে থাকতে প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

শনিবার এবিষয়ে বৈঠকে করে বিপর্যয় আগত জায়গাগুলোর সম্পর্কে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ভারী বৃষ্টির জেরে কেরলের ভয়াবহ অবস্থায় লাল সতর্কতা জারী করে আটকে পড়া মানুষজনকেও উদ্ধার করা হচ্ছে।

আজকের আবহাওয়া
রবিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মেঘ ও রোদেলা আকাশ এবং রাতের দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

summer120160512180457 1

উপকূলভাগে ধেয়ে আসা তাউকটের প্রভাবে বাংলায় বাড়ছে গরম, চড়ছে তাপমাত্রার পারদ। এই ঘূর্ণিঝড়ের প্রভাব যতদিন থাকবে, বাংলার আবহাওয়া এরকমই চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর