আবহাওয়ার খবরে এবার নিম্নচাপের ইঙ্গিত, কবে থেকে পড়বে জাঁকিয়ে ঠাণ্ডা?

বাংলাহান্ট ডেস্কঃ আজ ভাইফোঁটা, ঘূর্ণাবর্তের পর এবার নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। ঠাণ্ডা পড়তে পড়তে ঘূর্ণাবর্তের জেরে হঠাৎ করে থমকে গিয়েছিল। সেই ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে গিয়ে এবার প্রকট দিচ্ছে নিম্নচাপের আশঙ্কা।

আজকের আবহাওয়া
দূর্গা পূজোর পর থেকেই কলকাতার মানুষজন ফ্যান বন্ধ করে দিয়ে গরম পোশাক পড়তে শুরু করে দিয়েছিল। কালী পুজোতে গরম পোশাক পড়ে বেরনোর চিন্তা ভাবনা করা হলেও, ঘূর্ণাবর্ত সে আশঙ্কা দূর করে দিয়েছে। কালী পুজো পার করে ভাইফোঁটাতেও আবহাওয়ার কোন পরিবর্তনই লক্ষ্য করা যাচ্ছে না। বাংলার তাপমাত্রা একই অবস্থানে রয়েছে। তাপমাত্রার পারদের খুব একটা হেরফের লক্ষ্য করা যাচ্ছে না।

weather

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আকাশে সকালের দিকে মূলত আবছা রোদ থাকবে এবং রাতের দিকেও আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলার আবহাওয়া
বাংলার উত্তরে এবং দক্ষিণে বর্তমান বৃষ্টির কোন পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়াবিদরা। তবে আগামী ২৪ ঘণ্টায় কোন বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রারও বিশেষ কোন পরিবর্তন হবে না। তাপমাত্রা বাড়তে পারে।

a 7

নিম্নচাপের ইঙ্গিত
তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখার অবস্থান লক্ষ্য করেছেন আবহাওয়াবিদরা। এই নিম্নচাপ অক্ষরেখা সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ কিমি পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্তের পর এবার আবহাওয়ার খবরে জায়গা নিচ্ছে নতুন নিম্নচাপ।


Smita Hari

সম্পর্কিত খবর