বাংলাহান্ট ডেস্কঃ সকালের শুরুটা বেশ ঠাণ্ডা আবহাওয়া (Weather) দিয়ে শুরু হলেও, রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বিগত বেশ কিছুদিন ধরেই বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা কমতে কমতে হঠাৎ বেড়ে গিয়েছে। বেলার দিকে বেশ গরমও অনুভূত হচ্ছে।
আজকের আবহাওয়া
দূর্গা পূজোর সময় বেশ একটা ঠাণ্ডা আমেজ অনুভব করলেও, পুজোর পর থেকে শীত কিছুটা উধাও হয়ে গেছে। গরম জামা কাপড় আলমারী থেকে বার করেও এবার তা রেখে দিয়ে ফ্যান চালাতে হচ্ছে বাংলার মানুষকে। কালী পুজো পেরিয়েও তাপমাত্রা নিম্নগামী হওয়ার বদলে উলটে বেড়েই চলেছে। মঙ্গলবার রাতের তাপমাত্রার বেশ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ রাতের তাপমাত্রা একলাফে ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। ফিরতে পারে গরম আমেজ। আজ আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আকাশে সকালের দিকে মূলত আবছা রোদ থাকবে এবং রাতের দিকেও আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
বাংলার পরিস্থিতি
উত্তর ভারতের বেশ কিছু এলাকায় তুষারপাত হতে শুরু করে দিলেও বাংলায় এখনও সেভাবে শীতের প্রবেশ ঘটেনি। ঘূর্ণাবর্তের জেরে হাড়কাপানো শীতের দরজায় যেন তালা পড়ে গেছে। বঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা কিছুতেই প্রবেশ করতে পারছে না। বাংলার উত্তরে দার্জিলিং-এ সামান্য বৃষ্টির আভাষ থাকলেও, দক্ষিণে বর্তমান বৃষ্টির কোন পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়াবিদরা। তবে আগামী ২৪ ঘণ্টায় কোন বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়তে পারে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়ায় তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।