বাংলাহান্ট ডেস্কঃ উইকন্ডে জমিয়ে ঠাণ্ডা পড়ার পর আবহাওয়ার (weather) মুড চেঞ্জ। এবার ঘরে ফেরার পালা। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এবার ঘরে ফিরবে শীত। সেই জায়গা দখল করতে আসবে ঋতুরাজ বসন্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকেই তাপমাত্রার পারদ চড়ত শুরু করবে। আগামী ৩ দিনে প্রায় ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ।
রয়েছে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও
একদিকে যেমন চলতি সপ্তাহেই শীতের যাবার টিকিট কনফার্ম হচ্ছে, তখন অন্যদিকে বেশকিছু জায়গায় আবার প্রবল শৈত্যপ্রবাহেরও ইঙ্গিত দিল হাওয়া অফিস। যাবার আগে একটা ঝটকা দেওয়ার প্ল্যান করেছে শীত। তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেওয়ার মাঝে আবার আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, ২১ শে জানুয়ারিতে দিনের শেষভাগ থেকে তাপমাত্রা কিছুটা হলেও আবার কমতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
মাঘের শুরু থেকেই আবারও শীতের কামড় অনুভূত হচ্ছে। কথায় বলে মাঘের শীত বাঘের গায়েও লাগে। এবার মনে হচ্ছে সেরকম শীতের দিকেই এগোচ্ছে আবহাওয়ার পারদ। বাঘের গায়ে না লাগলেও, বাংলার মানুষ কনকনে ঠাণ্ডার আমজে আবারও টের পাচ্ছে। তবে বেশি এগোনোর আগেই আবার শীতের যাবার দিনক্ষণও স্থির হয়ে গেছে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। গতকালের তুলনায় আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে।