উস্কে উঠছে ইয়াসের ক্ষত, সমুদ্রে নিম্নচাপ তৈরি হতেই ‘গুলাব’-র আশঙ্কা করছে আবহাওয়া দফতর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছেন, ওড়িশা উপকূলে দানা বাঁধছে ফের এক নিম্নচাপ। যার গতি প্রকৃতি সম্পর্কে এখনও জানা না গেলেও, ২১ শে জুলাই নাগাদ এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ ভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে গেলে সমুদ্রের উপরের তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রির প্রয়োজন হয়। তবে বর্তমান সময়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অপরের তাপমাত্রার পারদ রয়েছে ৩১ ডিগ্রির উপরে।

এই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে, তা ওড়িশা উপকূলেই আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। যার ফলে পুরী, ভুবনেশ্বর, কটকে আগে থাকতেই ২৩ শে জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ইয়াসের পর এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে, এর নাম হবে গুলাব। এই নাম দিয়েছে পাকিস্তান। তবে এখনও অবধি আবহাওয়াবিদরা এই বিষয়ের উপর নজর রাখছে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 35° C
সর্বনিম্ন তাপমাত্রা 29° C
আদ্রতা 85%
বাতাস 0 km/h
মেঘে ঢাকা 87%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পারদ কিছুটা বৃদ্ধি পেতে পারে আজ।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

সকালের বাংলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে ২১ শে জুলাই নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দেওয়ার পাশাপাশি, বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে.

X