বঙ্গোপসাগরে বড় নিম্নচাপের ইঙ্গিত! বাংলার জন্য সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ শীতের আমেজ শুরু হওয়ার আগেই আবারও নিম্নচাপের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর (Weather office)। সাগরে একের পর এক তৈরি হচ্ছে নিম্নচাপ। যার প্রভাব পড়তে পারে স্থলভাগেও। ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে নামতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি।

সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ
হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবারে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের ওপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তা এখন তামিলনাড়ু উপকূল এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর রয়েছে। যেকোন মুহূর্তে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

আজকের আবহাওয়া
বাংলার আকাশে বর্তমান সময়ে বেশ মনোরম আবহাওয়া বিরাজ করছিল। চারিদিকে বেশ ঝলমলে রোদের উপস্থিতি লক্ষ্য করলেও, আকাশ জুড়ে কালো মেঘ ঘনিয়ে আসার পূর্ভাবাস দিচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। আবারও নিম্নচাপের বৃষ্টিতে ভিজতে পারে বাংলার মানুষ।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আকাশে সকালের দিকে মূলত আবছা থাকবে এবং রাতের দিকেও আবছা আকাশ থাকার সম্ভবনা রয়েছে।

kolkata rains

বৃষ্টির আশঙ্কা
পুজোর পর পরই তাপমাত্রা বেশ কিছুটা কমে গেলেও, আবারও তাপমাত্রার পারদ কিছুটা বাড়তে শুরু করেছে। তবে কনকনে ঠাণ্ডা পড়ার আগে আসন্ন ঘূর্ণিঝড় নিয়ে বাংলার মানুষকে সতর্ক করল আবহাওয়াবিদরা। তবে আগামী ২৪ ঘণ্টায় বাংলার দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানাচ্চছে হাওয়া অফিস।


Smita Hari

সম্পর্কিত খবর