বাংলাহান্ট ডেস্কঃ বেশ কয়েকদিন আকাশের মুখ ভার থাকার পর রবিবার রোদ উঠতে দেখা গেল। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, এবার ধীরে ধীরে মেঘলা আবহাওয়া সরে গিয়ে রোদের প্রকাশ ঘটবে। তবে ধীরে ধীরে শীত বিদায়েরও সময় হয়ে গিয়েছে।
শীত বিদায়ের এই শেষবেলায় বাংলার উত্তর এবং দক্ষিণের আবহাওয়া শুস্ক থাকবে বলেই জানা গিয়েছে। এই মুহূর্তে বৃষ্টির আর কোন সম্ভাবনা নেই। আগামী ৩- ৪ দিন আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি রাতের তাপমাত্রারও কোন পরিবর্তন হবে না বলেও জানা গিয়েছে।
আজকের আবহাওয়া
রবিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও, সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতেও পারে। তবে এই মুহূর্তে শীতের পুনরায় আগমনের বা বর্ষার আমেজের কোন সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। এখন আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে এবং বাড়বে তাপমাত্রার পারদ।
শীত বিদায় নিতেই সেই জায়গায় দখল করতে চলে আসবে ঋতুরাজ বসন্ত। তবে এখনও সকালের দিকে হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে। মাঝে মধ্যে হালকা ঠাণ্ডা বাতাসও বইছে। এদিকে আবার রাতের দিকে হালকা শীত বস্ত্র গায়ে না দিলে ঘুমই আসছে না ঠাণ্ডায়। তবে এমনি সময়ে আবার গায়ে সোয়াটার বা টুপি রাখাও আবার দুষ্কর হয়ে পড়ছে।