দফায় দফায় বৃষ্টি হবে বাংলায়, চলবে সপ্তাহ জুড়ে: আজকের আবহাওয়া

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ এখনই মুক্তি নেই বৃষ্টির হাত থেকে। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, সপ্তাহভোর চলবে টানা বৃষ্টি। সঙ্গে সঙ্গী হবে বজ্রবিদ্যুৎও। নিম্নচাপের দাপট ও ঘূর্ণাবর্তের জের কিছুটা কাটলেও, বর্ষা ঋতুতে রোদের মুখ দেখার খুব একটা সুযোগ নেই বলেই জানাচ্ছে হাওয়া দফতর।

একদিকে যেমন দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তেমনই বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার উত্তরেও। রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ার দরুন, এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 31° C
সর্বনিম্ন তাপমাত্রা 26° C
আদ্রতা 92%
বাতাস 10 km/h
মেঘে ঢাকা 100%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশকিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

টানা বৃষ্টির জেরে কলকাতার বেশকিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ার পর, সেই জল সরতে শুরু করে দিয়েছে। তবে আজও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

X