চড়া রোদে নাজেহাল হবে বঙ্গবাসী, তাপমাত্রা এগোচ্ছে ৪০ ডিগ্রির ঘরেঃ আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টির দেখা নেই, তাপমাত্রার পারদ ক্রমাগত বেড়েই চলেছে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির ঘর ছুঁতে এগিয়ে যাচ্ছে। সেইভাবে বাড়ছে রোদের তাপ। নাজেহাল হয়ে পড়ছে বাংলার মানুষ। বৃষ্টির আশা করেও, হতাশ হতে হচ্ছে।

মরশুমের প্রথম বৃষ্টির পর আর সেভাবে কোন বৃষ্টি উপভোগ করতে পারেনি কলকাতাবাসী। বৃষ্টির পূর্বাভাস থাকলেও, ঝেঁপে বৃষ্টির বদলে বিক্ষিপ্ত হলেও দু এক পশলা। চাতকের মত অপেক্ষারত বঙ্গবাসীর জন্য বৃষ্টির সঠিক পূর্বাভাস না দিতে পারলেও, ঘূর্ণিঝড়ের আগমনের একটা আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

অন্যান্য বছর মার্চ থেকে জুন মাসের দিকে সমুদ্রজুড়ে নিম্নচাপের প্রভাব সৃষ্টি হয়। তবে এবছর ঘূর্ণিঝড়ের কোন প্রভাব পড়েনি। মে মাস প্রাক বর্ষার মাস হওয়ায়, এই সময় উপকূলে নানারকম ঝড় বৃষ্টি এমনকি ঘূর্ণিঝড়ের প্রভাব আরও বেশি করে লক্ষ্য করা যায়। তবে এবছর মে মাসে বঙ্গোপাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পরতে পারে উপকূলভাগে।

আজকের আবহাওয়া
শনিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই বেশ খানিকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নেই বৃষ্টির কোন পূর্বাভাস। সকাল থেকে কিছুটা মেঘলা আবহাওয়া থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, চড়া রোদের তেজ শুরু হয়ে যাবে।

X