বাংলাহান্ট ডেস্কঃ দীঘা থেকে মাত্র ৪৫০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas)। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, আগামী ১২ ঘন্টার মধ্যেই প্রবল শক্তি সঞ্চয় করে সর্বোচ্চ গতি নিয়ে বুধবার সকালেই পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে এবং দুপুরে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে বালাসোরের কাছে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়।
হাওয়া অফিস জানিয়েছে, আমফানের মত ক্ষমতা সম্পন্ন না হলেও কলকাতা, হাওড়া, হুগলিতে ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে বইবে ঘূর্ণিঝড় ইয়াস। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগ থাকবে দক্ষিণ ২৪ পরগনায়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে পূর্ব মেদিনীপুর, যেখানে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪৫ কিমি। ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে এই এলাকায়। দীঘায় জারী হয়েছে হলুদ সতর্কতা।
সোমবার সকালেই আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন, সাগরে থাকা নিম্নচাপ সকাল ৯ টার মধ্যেই ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়ে গিয়েছে। এবার শুধু সময়ের অপেক্ষা। বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১ টার মধ্যেই হানা দেবে ঘূর্ণিঝড় ইয়াস। প্রভাবিত হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, কালিম্পং, দার্জলিং, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদাও। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সঙ্গে সঙ্গে সোমবার থেকে বাংলার বিভিন্ন প্রান্তে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে কেন্দ্র এবং রাজ্য- দুই সরকারই। বিপর্যয় মোকাবিলায় বৈঠক হয়েছে উচ্চ পর্যায়ের। বিপর্যয় মোকাবিলায় নেওয়া হয়েছে সবরকম প্রস্তুতি।
আজকের আবহাওয়া
মঙ্গলবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কখনো কখনো বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে জোরালো হয়ে ওঠা ঝড়ো বাতাস ও বৃষ্টিসহ ঘূর্ণিঝড় ইয়াস বাংলার দিকে এগিয়ে আসবে।