মাত্র কয়েক ঘন্টা পরেই প্রচণ্ড গতি নিয়ে আছড়ে পড়বে সাইক্লোন নিভার, জারি সতর্কতাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ শীতের আমেজ উপভোগ করতে না করতেই আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather office)। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় ‘নিভার’ (Cyclone Nivar), আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে স্থলভাগে। ভারতের পূর্ব এবং দক্ষিণ-পূর্ব উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল।

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়
হাওয়া অফিস সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে আমরা এক গভীর নিম্নচাপ চিহ্নিত করেছে আবহাওয়াবিদরা। তারা আশঙ্কা করছেন আর মাত্র কিছুক্ষণের মধ্যেই এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। তামিলনাড়ুর কারাইকাল এবং মাল্লাপুরমের এবং পুদুচেরীর দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। হতে পারে ভারী বৃষ্টিপাত, জারি হয়েছে হলুদ সতর্কতাও। তবে এই ঘূর্ণিঝড় বাংলা কিংবা ওড়িশার দিকে আসবে কিনা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আজকের আবহাওয়া
শীতের শুরুতে কয়েকদিন বেশ ঠাণ্ডা পড়লেও, ধীরে ধীরে সেই ঠাণ্ডা আবহাওয়ার শিরোনাম থেকে লুপ্ত হয়ে গিয়েছিল। সেখানে জায়গা নিয়েছিল ঘূর্ণাবর্ত। তবে বর্তমানে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, বৃষ্টির হাত ধরেই বাংলায় ঠাণ্ডার প্রবেশ ঘটবে। তারপরই প্রবেশ করবে হাড়কাপানো শীতের আমেজ। এবার সেই অপেক্ষার দিন শেষ করেই, সোমবার একলাফে অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রার পারদ। পাশাপাশি ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ও।

cyclon in tamilnadu next

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছেন, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ থাকবে এবং রাতের দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বরিবার থেকেই তাপমাত্রা হুড়মুড়িয়ে নামতে শুরু করেছে। এবার বাংলার মানুষ অনুভব করতে পারবে হাড়কাপানো শীতের আমেজ।

আছড়ে পড়বে নিভার
এই নিভার ঝড়ের গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় প্রায় ১০০ কিমি। উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা এবং তামিলনাড়ুতেও। এর প্রভাবে গোদাবরী জেলায় আগামী ২৫ এবং ২৬ শে নভেম্বর বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

Smita Hari

সম্পর্কিত খবর