পাল্টে গেল শক্তিশালী নিন্মচাপের অভিমুখ! অষ্টমীতে কেমন থাকবে প্রকৃতির রূপ, জানিয়ে দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ আজ মহা অষ্টমী (Maha Ashtami), মণ্ডপে মণ্ডপে চলছে মায়ের অঞ্জলির প্রস্তুতি। অষ্টমীতে বাংলার আবহাওয়া (Weather) কিছুটা হলেও পরিবর্তীত হয়েছে। কিছুটা হলেও রাজ্যবাসির আনন্দের কথা ভেবে নিম্নচাপ তার গতি পরিবর্তন করে নিয়েছে। মেঘ কেটে উঁকি দিয়েছে রোদ।

গতি পরিবর্তন করেছে নিম্নচাপ
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই সপ্তমী রাত থেকেই পরিবর্তীত হয়েছে বাংলার আবহাওয়া। শক্তিশালী নিম্নচাপ পরিবর্তন করেছে নিজের গতি। বাংলার দিক থেকে নিম্নচাপের গতি প্রকৃতি পরিবর্তীত হয়ে মোড় নিয়েছে বাংলাদেশের দিকে। তবে উপকূলীয় অঞ্চলে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।

FotoJet 12 3

আজকের আবহাওয়া
অষ্টমীর সকালটা একটু অন্যভাবেই শুরু করেছে বাংলার মানুষ। নেই বৃষ্টির আমেজ। ঝলমলে রোদ উঠেছে গোটা আকাশ জুড়েই। ষষ্ঠী থেকেই যে আকাশের মুখ ভার ছিল, তা আজ অনেকটাই কেটে গিয়েছে। মেঘ সরে গিয়ে দেখা দিয়েছে ঝকঝকে রোদ।

10

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আকাশে সকালের দিকে বিক্ষিপ্ত ভাবে বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বিকেলে মূলত আবছা থাকবে আকাশ।

cold kolkata

পড়তে পারে হাড়কাপানো শীতও
বৃষ্টির আবহাওয়া কেটে গেলেও ধীরে ধীরে তাপমাত্রার পারদ অনেকটাই কমে গিয়েছে। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, এবছর বেশ জাঁকিয়ে শীত পড়তে চলেছে। সারা বছর বৃষ্টির দাপটের পর এবার আবহাওয়ার খবরে জায়গা করতে আসছে হাড়কাপানো শীত। অন্যান্য বছরের তুলনায় এবছর যেমন বৃষ্টির পরিমাণ বেশি ছিল, তেমনই শীতের তাপমাত্রার পারদও বেশি নামবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর