বাংলাহান্ট ডেস্কঃ যাবার পূর্বে একবার জোর ঝটকা দিতে চাইছে আবহাওয়া (Weather)। উত্তর- পূর্ব বঙ্গোপসাগরে সংগঠিত নিম্নচাপ শক্তি সঞ্চয় করছে। বাংলার দক্ষিণে তো বটেই, উত্তরে প্রবল আকার ধারণ করেছে। চলছে মুষলধারে বৃষ্টিপাত। বন্যা পরিস্থিতি হবার জোগাড়।
আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী ৩০শে সেপ্টেম্বর অবধি ভারতে স্থায়ী হবে বর্ষা। কিন্তু তার আগেই মানুষজনের জীবন যাপন ওষ্ঠাগত করে তুলেছে। বিগত কয়েকদিনের প্রবল বর্ষায় উত্তরবঙ্গে ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় জল জমতে শুরু করেছে। পাশাপাশি বাড়ছে নদীর জলস্তরও। ইতিমধ্যেই বাণিজ্য নগরী মুম্বাইয়ের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে রয়েছে।
আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘে ছেয়ে রয়েছে গোটা আকাশ। বৃষ্টি নামার অপেক্ষা।
আজ সকালেও দিকেও বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি, রাতের দিকে বিক্ষিপ্তভাবে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে তাপমাত্রা সামান্য কমতে পারে।
উত্তরের রয়েছে বন্যার আবহাওয়া
বৃষ্টির এই ম্যাচ উত্তরবঙ্গে চলবে আগামী শনিবার পর্যন্ত, এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদরা। আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃস্তির পূর্বাভাস। ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই প্রবল বর্ষণের সঙ্গে সঙ্গী হয়েছে এবার ভূমিধস। কালিম্পং এবং দার্জিলিং-এ ধস নামার আশঙ্কা রয়েছে। আবার মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশ পর্যন্ত একটি নিম্নচাপের রেখা দেখা দিয়েছে। যার প্রভাবেও উত্তরবঙ্গে বৃষ্টিপার বৃদ্ধির আভাস দিচ্ছে হাওয়া অফিস।