সুখবর দিল আবহাওয়া দফতর, দুর্যোগের আশঙ্কা নিয়ে দিল বড়োসড়ো আপডেট

বাংলাহান্ট ডেস্কঃ আজ মহা নবমী (Maha Navami), সকাল থেকে আকাশের মুখ সামান্য ভার থাকলেও, বৃষ্টির কোন দেখা নেই। আবহাওয়া দফতরের (Weather office) পূর্বাভাস মত, সপ্তমীর সন্ধ্যা থেকেই দিক পরিবর্তন করে নিয়েছে নিম্নচাপ। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীতে বৃষ্টির প্রভাব থাকলেও, অষ্টমীর দিন বৃষ্টির ছিটে ফোঁটাও দেখা যায়নি।

গতি পরিবর্তন করেছে নিম্নচাপ
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই সপ্তমী রাত থেকেই পরিবর্তীত হয়েছে বাংলার আবহাওয়া। শক্তিশালী নিম্নচাপ পরিবর্তন করেছে নিজের গতি। বাংলার দিক থেকে নিম্নচাপের গতি প্রকৃতি পরিবর্তীত হয়ে মোড় নিয়েছে বাংলাদেশের দিকে। তবে উপকূলীয় অঞ্চলে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।

1539258830620

আজকের আবহাওয়া
অষ্টমীর মতই নবমীতেও বৃষ্টির কোন পূর্বাভাস নেই। নবমীর সকাল একটু মেঘলা আবহাওয়া থাকলেও, বেলার বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কাটতে থাকবে। মেঘের ফাঁকা দিয়ে আবছা রোদ দেখা দেবে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আকাশ সকালের দিকে মূলত আবছা রোদ বিরাজ করবে এবং রাতের দিকে আকাশ আবছা থাকবে।

winter9 1578819596 1579582897

পড়তে পারে হাড়কাপানো শীতও
বৃষ্টির আবহাওয়া কেটে গেলেও ধীরে ধীরে তাপমাত্রার পারদ অনেকটাই কমে গিয়েছে। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, এবছর বেশ জাঁকিয়ে শীত পড়তে চলেছে। সারা বছর বৃষ্টির দাপটের পর এবার আবহাওয়ার খবরে জায়গা করতে আসছে হাড়কাপানো শীত। অন্যান্য বছরের তুলনায় এবছর যেমন বৃষ্টির পরিমাণ বেশি ছিল, তেমনই শীতের তাপমাত্রার পারদও বেশি নামবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।


Smita Hari

সম্পর্কিত খবর