নিজের জায়গা একচুলও ছাড়তে নারাজ শীত, শেষবেলায় বাড়ছে ঠান্ডার দাপটঃ আবহাওয়া রিপোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সকাল থেকেই বেশ শীতল হাওয়া বইছে চারিদিকে। আবহাওয়ার (weather) শিরোনামে আবারও জায়গা করে নিয়েছে শীত। শেষবেলায় নিজের জায়গা একচুলও ছাড়তে নারাজ উত্তুরে হাওয়া। আবারও নামছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতা শহরে ভালোই শীত অনুভূত হচ্ছে।

মাঘের মাঝামাঝিতে বেশ ভালোই কামড় বসিয়েছে শীত। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারির শেষ আর ফেব্রুয়ারীর শুরুর দিকে আবারও একপ্রস্থ ঠাণ্ডার আমেজ অনুভূত হতে পারে। আবারও বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রার পারদ।

jqnn3l8 delhi cold wave journey

আজকের আবহাওয়া
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে প্রচুর রোদ এবং রাতের দিকে পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। গতকালের তুলনায় আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই সামান্য কমতে পারে।

হাওয়া অফিস সতর্কবার্তা দিয়েছে, এখনই যেন বঙ্গবাসী লেপ -কম্বল তুলে না রাখে। কারণ শেষ বেলায় একটু ঝটকা দিলেও দিতে পারে শীত। তবে আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি তাপমাত্রারও বিশেষ কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে না। দক্ষিণবঙ্গে থাকতে পারে সামান্য কুয়াশা। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী কুয়াশা দেখা যেতে পারে।

bjbdjkbk

দক্ষিণবঙ্গে কুয়াশা সেভাবে বৃদ্ধি না পেলেও, পরিষ্কার আকাশের মাঝেই কমছে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে কিছুটা কুয়াশা ঘেরা চারিপাশ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির শুরুর দিকে যেমন তাপমাত্রা ছিল, তার থেকে শেষের দিকে বেশ অনেকটাই কমল তাপমাত্রার পারদ। আরও কমতে পারে বলেও ধারণা করা হচ্ছে।


Smita Hari

সম্পর্কিত খবর