চড়া রোদের মাঝে দোলে কেমন থাকবে বাংলার আকাশ, আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ আজ বসন্ত উৎসব। আবিরের রঙে রাঙ্গা হয়ে রয়েছে গোটা আকাশ। রবিবারে কেমন থাকবে বাংলার আকাশ জানাল আবহাওয়া দফতর (weather office)। একদিকে চলছে তাপপ্রবাহ, অন্যদিকে বৃষ্টির কোন দেখা নেই। অন্যান্য বছর দোলে সামান্য বৃষ্টির দেখা মিললেও, এবছর আর তেমন কোন আশা দেখতে পাচ্ছে না বঙ্গবাসী।

বাংলার উওরদিকে কিছুটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হলেও, দক্ষিণ ভাগে খটখটে আকাশ দেখা যাচ্ছে। তবে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ দেখা গেলেও, দক্ষিণে বৃষ্টির সেভাবে কোন পূর্বাভাস নেই আজকে। তবে, আজকের পর থেকে বেশকিছু উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, হাওড়া, হুগলি এবং কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ারে রবিবার থেকে সামান্য বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস দিল হাওয়া দফতর।

heat1 31 1490932856

আজকের আবহাওয়া
রবিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

81d3986c4a16c723f14db656cc84a0ab

আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রার এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই বৃদ্ধি পেতে পারে। সকাল থেকে দোলের আকাশে কিছুটা মেঘের আভা দেখা গেলেও, বেলা হওয়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বসন্তের রোদের তেজেই নাজেহাল হয়ে পড়ছে বঙ্গবাসী। এখনও তো গোটা গ্রীষ্মকাল পড়ে রয়েছে। দোল চলে এলেও, এক ফোঁটা বৃষ্টির দেখা পেল না কলকাতাবাসী। তীব্রদাহে বঙ্গবাসীর প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে।


Smita Hari

সম্পর্কিত খবর