বাংলাহান্ট ডেস্কঃ দুর্যোগের ছায়া যেন কিছুতেই কাটছে না বাংলার উপর থেকে। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, বাংলায় গুলাব হানা না দিলেও, নিম্নচাপ কিছুতেই পেছন ছাড়ছে না বাংলার। নিম্নচাপের জেরে মঙ্গল ও বুধবার বাংলার বেশকিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গল বুধবার অবধি বাংলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জেরে উৎসবের মরশুমে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে উপকূল এলাকাতে এবং মৎস্যজীবীদেরও। সক্রিয় রয়েছে বিভিন্ন বাহিনীও।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 29 ° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 26° C |
আদ্রতা | 87% |
বাতাস | 13 km/h |
মেঘে ঢাকা | 94% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মাঝারি বৃষ্টিপাত ও ভারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
পূর্ব মেদিনীপুরর এবং দক্ষিণ ২৪ পরগণার একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কলকাতায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে আগামীকাল কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি ও হাওড়ায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।