বাংলায় হতে চলেছে কনকনে ঠাণ্ডার লম্বা ইনিংস, আগাম পূর্বাভাস জানাল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ কিছুটা নামতে নামতে আবার যেন চড়তে শুরু করেছে আবহাওয়ার (Weather) পারদ। মাঝখানে কদিন ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ায় গরমের ভাগ কিছুটা বেশি থাকলেও, আবারও জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ডিসেম্বর পড়তে না পড়তেই বাংলার মানুষজন টের পাবে হাড়কাপানো শীত কাকে বলে।

রবিবার থেকেই শুরু কনকনে ঠাণ্ডার দাপুটে ইনিংস
রবিবার থেকে আবারও নামতে শুরু করবে তাপমাত্রার পারদ, এমনটা জানিয়েছিল হাওয়া অফিস। আবহাওয়ার শিরোনামে এবার জায়গা করে নেবে কনকনে ঠাণ্ডার পূর্বাভাস। নিভার ঘূর্ণিঝড়ের প্রভাব প্রত্যক্ষভাবে বাংলায় না পড়লেও, তার পরোক্ষ প্রভাবে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। বিগত কয়েকদিন বাংলায় আবারও তাপমাত্রার পারদ নিম্নগামী হওয়ার বদলে উর্দ্ধগামী হয়েছিল। কিন্তু আবারও বাংলার তাপমাত্রার পারদ নিম্নগামী হতে শুরু করেছে।

delhi winters social 2

আজকের আবহাওয়া
এদিকে রবিবার সকাল থেকে কলকাতা শহরে অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও বেশি ঠাণ্ডা অনুভব করা যাচ্ছে। সকালে কাজের শুরুতেই গরম পোশাক পড়ে নিয়েছেন অনেকেই। রবিবার থেকেই তাপমাত্রা অনেকটা নামার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। বাংলার মানুষ এবার টের পেতে চলেছে কনকনে ঠাণ্ডার অনুভূতি।

1481253379 0312

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছেন, বাংলার আকাশে সকালের দিকে মূলত আবছা আকাশ থাকবে এবং রাতের দিকেও আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বাংলার উত্তর এবং দক্ষিণবঙ্গে কোন বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


Smita Hari

সম্পর্কিত খবর