উত্তরবঙ্গের ৫ জেলায় জারি কমলা সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, উত্তরবঙ্গের উপর থেকে এখনও দুর্যোগের কালো মেঘ কাটেনি। এখনও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে আগামী ৭ ই জুলাই অবধি। দুই বঙ্গেই আপাতত ৩-৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একদিকে ভূটান পাহাড়ে অতিবৃষ্টির জের এবং অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা- এই দুইয়ের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়া ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। দক্ষিণের জেলাগুলোতে সকালের দিকে মেঘলা এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও, উত্তরের জেলাগুলোতে আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। নদীর জলস্তর বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, পাশাপাশি ধস নামারও আশঙ্কা রয়েছে।

ch1536472

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা86%
বাতাস13 km/h
মেঘে ঢাকা91%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের কয়েকবার বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

বাংলার উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং- এই ৫ জেলায় ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে মালদহ এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। অন্যদিকে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

rain in jammu social 1

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং- এই ৫ জেলায় বৃষ্টি সম্ভাবনা থাকলেও মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস নেই। সেইসঙ্গে সোমবার থেকে বেশকিছু এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর