শীতল বায়ুপ্রবাহের দরুণ কমছে তাপমাত্রা, দেখুন পারদ বৃদ্ধি নিয়ে কি আপডেট দিল আবহাওয়া দফতর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বুধবার সকাল থেকে আবহাওয়া (weather) কিছুটা মনোরম পর্যায়ে রয়েছে। অন্যান্য দিনের মত সকাল থেকেই তীব্র রোদের তেজ দেখা যাচ্ছে না। বেশ একটা হালকা ঠাণ্ডার আমেজ রয়েছে চারিদিকে। হালকা হাওয়াও বইছে মাঝে মধ্যে। এই মনোরম আবহাওয়ায় বাঙালীর বিছানা ছেড়ে উঠতেই যেন মন চাইছিল না।

ফাল্গুনের মাঝ বরাবর রোদের তেজ বৃদ্ধি পেলেও, আজ তাপমাত্রার পারদ কিছুটা কমেছে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তাপমাত্রার পারদ এখন একটু কমলে কি হবে, সপ্তান্তে চড়তে পারে বাংলার তাপমাত্রার পারদ। সেইসঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।

আজকের আবহাওয়া
বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সকাল থেকে রোদের তেজ খানিকটা কম থাকলেও বেলা বাড়তেই রোদের তেজ আরও কড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফাল্গুনেই যেন বৈশাখের প্রিট্রেলার দেখাচ্ছে প্রকৃতি। এখনই যা রোদের তেজ দেখা যাচ্ছে, তাতেই গা পুড়ে যাওয়ার যোগাড় হয়েছে বঙ্গবাসীর। এখনও তো গোটা বৈশাখ- জৈষ্ঠ বাকি রয়েছে।

তবে এরই মধ্যে তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরও ছুঁয়ে ফেলেছিল। এখনই যদি এই অবস্থা হয়, তাহলে পরবর্তীতে আরও কত গরম পড়তে পারে সেবিষয়ে আবহাওয়া দফতর জানিয়েছে- আগামী কদিন তাপমাত্রার পারদ কিছুটা নেমে থাকলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবেই।

সম্পর্কিত খবর

X