বাংলাহান্ট ডেস্কঃ রবিবার রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। আবহাওয়া দফতর (weather office) আগেই পূর্বাভাস দিয়েছিল, ভোট গণনার দিন থেকে বৃষ্টির ছোঁয়া পাবে বঙ্গবাসী। ঠিক মরশুমের প্রথম বৃষ্টির মত করেই স্বস্তির নিঃশ্বাস ফেলল তিলোত্তমা।
সকালের দিকে হালকা রোদের প্রকাশ ঘটলেও, বেলা গড়াতেই আচমকা উড়ো মেঘ চলে আসে আকাশ জুড়ে। ঝমঝমিয়ে বৃষ্টিতে চাতকের মত তৃষ্ণা মেটালো বাংলার মানুষ। শুধু ঝড় বৃষ্টিই নয়, আগামী ৬ ই মে অবধি দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
বৃষ্টি পরবর্তীতে চারপাশের পরিবেশ কিছুটা হলেও ঠাণ্ডা হয়েছে, নেমেছে তাপমাত্রার পারদ। আজও রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে বজ্রবিদ্যুত সহ প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ২৪ পরগণায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
আজকের আবহাওয়া
সোমবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় ভারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই অনেকখানি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া দফতর। সেইসঙ্গে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নগামী হওয়ায়, বাতাসে ফিরেছে ঠাণ্ডা পরশ। অস্বস্তির গরম থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছে বাংলার মানুষ। আজও সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। তবে বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।