নামছে রাতের তাপমাত্রা, কালীপুজো ও ভাইফোটা নিয়ে সুখবর দিল আবহাওয়া দফতর: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আগামীকাল কালীপুজো। আর তার আগেই কালীপুজোর মনোরম আবহাওয়া (weather) দেখা যাচ্ছে পরিবেশে। নামতে শুরু করেছে রাতের তাপমাত্রা। ভোরের দিকে দেখা যাচ্ছে কুয়াশাও। সকালের দিকে হালকা পাতলা গরম পোশাকও পরতে দেখা যাচ্ছে বঙ্গবাসীকে।

শুরু হয়ে গিয়েছে উত্তুরে হাওয়া বওয়াও। ধীরে ধীরে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামলে, জাঁকিয়ে বেশ হাড়কাপানো শীত অনুভব করবে বঙ্গবাসী। তবে হালকা বৃষ্টির পর উত্তরবঙ্গের কিছু কিছু এলাকার তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

jamshedpur temperature low

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা32° C
সর্বনিম্ন তাপমাত্রা21° C
আদ্রতা70%
বাতাস13 km/h
মেঘে ঢাকা67%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

India winters AFP

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বর্ষা বিদায়ের পর ধীরে ধীরে রাজ্যে প্রবেশ করছে এবার উত্তুরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার থেকে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা।

Smita Hari

সম্পর্কিত খবর