বাংলাহান্ট ডেস্কঃ ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ। উধাও হচ্ছে শীত। আবহাওয়ার (weather) খবরে জায়গায় নিচ্ছে হালকা শীতের ঘূর্ণাবর্ত ভিলেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও, আবার পৌষের শেষের দিকে তাপমাত্রা কিছুটা কমতেও পারে। আবারও বেশকিছুদিন অনুভূত হতে পারে ঠাণ্ডার রেশ।
হাওয়া অফিস জানিয়েছে, দিল্লি, হরিয়ানা, উত্তর রাজস্থান, পাঞ্জাব, উত্তর ভারতের বেশকিছু জায়গায় আগামী ৭ ই জানুয়ারি থেকে প্রবল শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। যার ফলে কমতে পারে ঠাণ্ডার তাপমাত্রা। প্রায় ৪-৫ ডিগ্রি কমতে পারে তাপমাত্রার পারদ। আবার একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর ভারত থেকে আসা উত্তুরে হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আবার, অন্যদিকে পূ্বালী হাওয়া বইছে বঙ্গোপসাগরের দিক থেকে। এই দুইয়ের সম্বন্বয়ে দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তর-পূর্ব ভারতে।
আজকের আবহাওয়া
বিগত কয়েকদিন ধরে শুধু ঠাণ্ডার পারদ ক্রমাগত নেমেই যাচ্ছিল। বর্ষশেষের এবং বর্ষবরণের আনন্দে মেতে উঠেছিল মানুষজন। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন আবারও চড়বে তাপমাত্রার পারদ। সেই প্রভাব পড়তেও শুরু করে দিয়েছে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। বিগত কয়েকদিনের থেকে আজকের সর্বোচ্চ তাপমাত্রা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আবহাওয়ার খবরে এবার আগামী কয়েকদিন প্রাধান্য পাবে তাপমাত্রার পারদ চড়তে থাকার খবর। তারপর পৌষ সংক্রান্তির আগে আগে আবারও শীত তার নিজের অস্তিত্বের জানান দেবে।