বাংলার এই তিন জেলায় হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ গতকাল বিকেলের দিকে বাংলার বিস্তীর্ণ এলাকা প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজেছে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস মতই, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দেখা গেছে। সকাল থেকে প্রচণ্ড দাবদাহে সেদ্ধ হচ্ছিল বঙ্গবাসী। তাই বর্ষা আসার পূর্বে খানিকটা স্বস্তি দিচ্ছে এই প্রাক বর্ষার বৃষ্টি।

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের হাত ধরেই ১১ ই জুন বঙ্গে বর্ষার প্রবেশ হবে বঙ্গে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে প্রচুর পরিমাণে মৌসুমী বায়ু রাজ্যে এন্ট্রি নেবে রাজ্যে। কিন্তু তার আগেই তাপমাত্রার পারদ তড়তড় করে এগিয়ে যাচ্ছে ৪০ ডিগ্রির দিকে। আজও বেশকিছুটা চড়বে তাপমাত্রার পারদ।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা38° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা74%
বাতাস17 km/h
মেঘে ঢাকা67%

rain 20201002093106

আজকের আবহাওয়া :

রবিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কিছুটা অস্পষ্ট রোদ এবং রাতের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পরিমাণ কমই রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া :

বাংলার উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সিকিম, আলিপুরদুয়ার, কোচবিহার-এই সকল এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। পাশাপাশি আন্দামান নিকোবর এবং সিকিমে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

Bihar rains social

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টি আসার আগেই কলকাতার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির ঘর ছুঁইছুঁই করছে। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। অসহ্য গরমের হাত থেকে মুক্তি পেতে, বঙ্গবাসী এখন চাতকের মত বর্ষার আগমনের আশায় দিন গুনছে।

আগামীকালের আবহাওয়া :

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। সকালের দিকে উঁচুতে অবস্থিত মেঘের মধ্য দিয়ে রোদ এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেশকিছু এলাকায় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর