নামছে তাপমাত্রার পারদ, চৈত্রের শেষে কমছে উষ্ণতাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ কিছুটা হলেও বদলেছে আবহাওয়ার (weather) প্রকৃতি। রবিবার ঝড় বৃষ্টির পর থেকে সেই কাঠফাটা রোদের তেজ কিছুটা কম দেখা যাচ্ছে। কমেছে তাপমাত্রার পারদও। সেইসঙ্গে মাঝে মধ্যে বেশ মিষ্টি হাওয়াও বইছে। বসন্তেই নেমে আসা গ্রীষ্মের আমেজ শেষের দিকে কিছুটা হলেও বিলীন হচ্ছে।

আগে মে মাসে গ্রীষ্মের দাপট দেখা যেত। তারপর গত ১০ বছর ধরে এপ্রিলের গরমেই নাজেহাল হয়ে পড়ল মানুষজন। হাঁসফাঁস করতে থাকা, মানুষের কষ্ট যেন এবছর আরও বেড়ে গিয়েছিল। আরও একমাস আগেই যেন চলে এসেছিলে গ্রীষ্মকাল। শীত যেতেই বসন্তের আমেজ গায়ে মাখার আগেই, সেই জায়গা দখল করেছিল ক্রমবর্ধমান তাপমাত্রার পারদ।

Let our voices be heard 8 1

এবছর মার্চ মাসের গরমেই নাজেহাল হয়ে পড়েছিল বঙ্গবাসী। ঠিক যেন চাতকের ন্যায় বৃষ্টির জন্য অপেক্ষা করছিল। বাংলার উত্তরদিকে মাঝে মধ্যে বৃষ্টির দেখা মিললেও, দক্ষিণ দিকে সেভাবে বৃষ্টির কোন সম্ভাবনা ছিল। তারপর গত রবিবার মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজেছিল তিলোত্তমা। তারপর থেকে সেই যে তাপমাত্রার পারদ একটু কমতে শুরু করেছে, তা এখনও চলবে আরও বেশকিছুদিন।

আজকের আবহাওয়া
বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশকিছু এলাকায় রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Heatwav 571 855

আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। রবিবার বৃষ্টির পর থেকে অস্বস্তিকর গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে কলকাতাবাসীর। এখনই তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।


Smita Hari

সম্পর্কিত খবর