প্রচন্ড বেগে বাংলার বুকে ধেয়ে আসছে কালবৈশাখী, এই জেলাগুলিতে হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিঃ আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আগামী কিছুক্ষণের মধ্যে বাংলার কিছু জেলায় ধেয়ে আসছে প্রবল বেগে ঝড় বৃষ্টি, আপডেট দিল আবহাওয়া দফতর (weather office)। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশকিছু জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। সেইসঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাসও। বাংলার এই দুই জেলা, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশকিছু জায়গায় আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে প্রবল বেগে কালবৈশাখী।

মরশুমের প্রথম বৃষ্টিতে গত রবিবার চাতকের মত ভিজেছিল কলকাতা। আবারও সপ্তাহ ঘুরতেই ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়েছে- আগামী ৮, ৯ এবং ১০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি এই বৃষ্টির রেশ পৌঁছে যাবে দুই ২৪ পরগণাতেও। বৃষ্টিতে ভিজবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিও।

X