কাটেনি দুর্যোগের কালো মেঘ, বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ: আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখা, এই দুইয়ের জেরেই রাজ্যে জারী রয়েছে বৃষ্টির আবহাওয়া (weather)। টানা বৃষ্টির জেরে আগে থাকতেই বাংলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে। তারউপর শুক্রবারের বৃষ্টি আরও বাড়িয়ে দিয়েছে সেই জলস্তর। যার ফলে বন্যা পরিস্থিতি আরও বেড়ে গিয়েছে।

শুক্রবারের পর আজ অর্থাৎ শনিবার রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির জেরে গ্রাম বাংলার বিভিন্ন এলাকার পাশাপাশি ভাসছে শহর কলকাতাও। জল জমার ফলে সমস্যায় পড়েছেন বেশকিছু এলাকাবাসী। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশের উন্নতি হলেও, উত্তরবঙ্গে জারী থাকবে বৃষ্টি পরিস্থিতি।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 32° C
সর্বনিম্ন তাপমাত্রা 28° C
আদ্রতা 87%
বাতাস 8 km/h
মেঘে ঢাকা 91%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

todays Weather report 16 th july of west Bengal

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

আজকের দিনে উত্তরের জেলাগুলোতে সেভাবে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় রয়েছে দুর্যোগের পূর্বাভাস। সোমবার থেকে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

X