বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস মত, শনিবার রাত থেকেই বৃষ্টির শুরু হয়ে গিয়েছে। রবিবার সকাল থেকেও দু এক পশলা বৃষ্টি হতে দেখা যাচ্ছে রাজ্যের বেশ কিছু এলাকায়। ঠাণ্ডার পারদ খুব একটা না কমলেও, বৃষ্টির কিন্তু বেশ বড় বড় ফোঁটা ঝড়ে পড়ছে আকাশ থেকে।
বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করছে বাংলার সর্বত্রই। কোন কোন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কোথাও আবার মুখ ভার আকাশের। হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, শনি এবং রবিবার সামান্য বৃষ্টিপাতের পর আবারও সোমবার থেকে ফিরবে হাড়কাপানো শীতের আমেজ। হতে পারে শিলাবৃষ্টিও।
আজকের আবহাওয়া
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, গতকাল এবং আজ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তারপর আবারও নামবে তাপমাত্রা, টের পাওয়া যাবে কনকনে ঠাণ্ডার অনুভূতি। আবহাওয়াবিদদের নির্দেশ, এখনই বঙ্গবাসীর লেপ -কম্বল তুলে রাখার কোন প্রয়োজন নেই। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ পার করেও যেতে পারে এই শীতের আমেজ। উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণের কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সঙ্গে উপরি পাওনা হিসাবে বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। ঠাণ্ডার মধ্যে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশকিছু জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। সমুদ্রের জলীয় বাষ্পের সঙ্গে উত্তুরে হাওয়ার সংঘাতের কারণেই এই বৃষ্টির আগমন। তবে এই মেঘলা আবহাওয়া সরে গিয়েই আবারও ফুল ফর্মে ফিরবে শীত। চলবে আরও ২-৩ দিন।