বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই শুরু হয়েছে অঝোর ধারায় বৃষ্টি। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, উত্তর ২৪ পরগণার বেশ কিছু এলাকায় ভোর রাত থেকেই শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। ইতিমধ্যেই বেশকিছু জায়গা জলমগ্নও হয়ে পড়েছে। ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
সপ্তাহান্তের দুদিন টানা বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেইমত রবিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার গোটা দিন এভাবেই বিক্ষিপ্ত বৃষ্টির পর সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার দক্ষিণবঙ্গে কমলে, বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলোতে।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 32° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 28° C |
আদ্রতা | 91% |
বাতাস | 5 km/h |
মেঘে ঢাকা | 96% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আজকের দিনে উত্তরের জেলাগুলোতে সেভাবে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় রয়েছে দুর্যোগের পূর্বাভাস। সোমবার থেকে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।