কুয়াশা মাখা শহরের ঘুম কাটেনি এখনও, মেঘলা চাদর সরিয়েই রাজত্ব করবে জাঁকিয়ে শীত: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই বেশ মেঘলাচ্ছন্ন আবহাওয়া (weather) বিরাজ করছে বাংলার বিভিন্ন জেলার আকাশে। বৃষ্টির দেখা না মিললেও, আবহাওয়া বেশ থমথমে হয়ে রয়েছে। তবে সপ্তাহান্তে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার থেকে পূবালী হাওয়ার দাপট কম বেশি হওয়ার কারণে, তাপমাত্রার পার্থক্য কিছুটা অনুভব করা যাবে। এদিকে আবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে ১১ ই ডিসেম্বর থেকেই। এবার কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে। ধীরে ধীরে কনকনে ঠান্ডা পড়ার দিকে এগোচ্ছে আবহাওয়া। লেপ, কম্বল অনেক দিন আগে বেরিয়ে গেলেও, এবার সময় পিঠে পুলি খাওয়ার।

cold wave continues to prevail in delhi minimum temperature 20 degree celsius 312119

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা29° C
সর্বনিম্ন তাপমাত্রা22° C
আদ্রতা89%
বাতাস10 km/h
মেঘে ঢাকা91%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মূলত মেঘলা এবং রাতের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

umbrella warm winter.jpg.838x0 q80

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার থেকে বাংলার আকাশে উজ্জ্বল রোদের উপস্থিতি লক্ষ্য করা যাবে। আবার অন্যদিকে, বুধবার দার্জিলিং এবং কালিম্পং-র হালকা বৃষ্টি হওয়ার পর বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে ও রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর