বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার বৃষ্টির পর বুধাবার আবহাওয়ার (Weather) কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাছে। সকাল থেকে বৃষ্টির বদলে গুমোট ভাব অনুভব করা যাচ্ছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যেতে পারে। তবে বাড়তে পারে আদ্রতা জনিত অস্বস্তি। তবে বাংলার বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে।
আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরের আকাশে না রোদ না বৃষ্টি, বেশ একটা গুমোট ভাব অনুভূত হচ্ছে। আজ সকালের দিকে বেশ কয়েকটি এলাকায় হালকা, ভারি আবার বজ্রবিদ্যুতসহ ভারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
গতকালের বৃষ্টিতে আবহাওয়া কিছুটা ঠাণ্ডা হলেও, আবার বাড়তে পারে আদ্রতা জনিত অস্বস্তি। বেশ কয়েকদিনের বৃষ্টির পর সাময়িক বিরতি নিয়ে আবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ফিরে আসছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও চলবে মাঝে মধ্যে বৃষ্টিপাত।
বৃষ্টি কোথায় হবে?
বর্তমানে আবহাওয়াবিদরা জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ উত্তরবঙ্গ থেকে মণিপুরের দিকে বিস্তৃত। তামিলনাড়ু উপকূল বরাবর রয়েছে এই উত্তর-দক্ষিণ অক্ষরেখা। জলবায়ুর এই সমস্ত অবস্থানের কারণে আগামী দুই থেকে তিন দিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি, কেরল, তামিলনাড়ু, দক্ষিণের কর্ণাটক এবং পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা