বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টিতে ভিজছে কলকাতা। আবহাওয়া দফতর জানাচ্ছে (Weather office), টানা চলবে এই বৃষ্টি । আসন্ন নিম্নচাপের জেরে ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ। পূবেই একটি নিম্নচাপ মৌসুমি বায়ুর ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে। তবে বর্তমানে সপ্তাহান্তে আরও একটি নিম্নচাপ জোট বাঁধবে মৌসুমি অক্ষরেখার সাথে।
আগস্টের বাকি দিনগুলো বৃষ্টি সংকুলেই কাটবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়াবিদরা। বহু অপেক্ষিত কলকাতা এবার ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই পেয়েছে। বুধবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। একেবারে টানা টেস্ট ম্যাচ জারী রয়েছে দক্ষিণবঙ্গে। কখনও হালকা, তো কখনও ভারী, খুব সহজে থামার নাম নেবে না এই বৃষ্টি।
আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকাল থেকেই শহরের আকাশ হালকা মেঘাচ্ছন্ন, বৃষ্টিও হয়েছে দুএক পশলা। বুধবার থেকেই জারী হওয়া বৃষ্টি থাকবে সপ্তাহের শেষ অবধি। তবে ক্রমাগত বর্ষণের ফলে বাতাসের আদ্রতা সামান্য হলেও কমেছে।
দক্ষিণের আবহাওয়া
বঙ্গোপসাগরে চলতি বছর বেশ কয়েকটি নিম্নচাপ ঘনীভূত হলেও, তাঁর প্রভাব বাংলার দক্ষিণে সেভাবে পড়েনি। তবে এবারের এই উত্তর-পশ্চিমের সৃষ্ট নিম্নচাপ ভালোই খেল দেখাচ্ছে দক্ষিণবঙ্গে। তবে হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী অয়েকদিন কলকাতার পাশাপাশি দিল্লী, গুরুগ্রাম, নয়ডা, গ্রেটার নয়ডা, পালওয়াল, ফরিদাবাদ, চাঁদপুর এলাকাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
এই পরিস্থিতিতে উত্তাল সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলিতে কমলা সতর্কতা জারী করা হয়েছে। সেইসঙ্গে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধ করা হয়েছে। তবে হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার থেকে অবস্থার উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গের।
উত্তরের পরিস্থিতি
বাংলার দক্ষিণে নিম্নচাপ সংগঠিত হলেও উত্তরে কিন্তু ভারী বর্ষণের কোন পূর্বাভাস নেই। তবে সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। অসম, মেঘালয়ে আগামী দু-তিন দিন থাকছে ভারী বৃষ্টির আভাষ।