বাংলাহান্ট ডেস্কঃ সকালের দিকে চড়া রোদ বিরাজ করলেও, বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার (Weather) পরিবর্তন হচ্ছে। কমছে রোদের তেজ। আকাশ ঘিরছে মেঘে। ইতিমধ্যেই দুএক পশলা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তবে কমছে না আদ্রতার পরিমাণ। গরমে নাজেহাল কলকাতাবাসী। তবে মঙ্গলবার থেকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
শহরের তাপমাত্রা
সোমবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশে কাঠ ফাটা রোদ বিরাজ করছিল। বাতাসে আদ্রতার পরিমাণও বেশিই রয়েছে। ভ্যাপসা গরমে নাজেহাল মানুষজন। প্রখর সূর্যের তাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে। দেখা নেই বৃষ্টির।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে হালকা বৃষ্টি দেখা দিলেও, বেলার দিকে বেশ কয়েকটি জায়গায় বজ্রপাত যুক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরের আকাশ
বাংলার উত্তরের আকাশে কমতে শুরু করেছে বৃষ্টির পরিমাণ। মৌসুমি বায়ু হিমালয়ের পাদদেশ থেকে কিছুটা দক্ষিণে সরেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছে এবার উত্তর পেরিয়ে দক্ষিণের দিকে ধেয়ে আসছে ঘোর বর্ষা।
দক্ষিণের আবহাওয়া
বেশ কয়েকদিন ধরে ক্রমাগত চড়া রোদ বিরাজ করছিল কলকাতার আকাশে। মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিললেও, তাপমাত্রা ক্রমাগত বৃষ্টি পাচ্ছিল। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার জেরে মঙ্গল ও বুধবার গাঙ্গেয় বঙ্গের বিস্তীর্ণ এলাকায় কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টির দেখা মিলবে।
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঝোড়ো হাওয়া। যার জেরে সমুদ্র উপকূলবর্তী এলাকায় জারী করা হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।