গোটা সপ্তাহ জুড়েই চলতে পারে প্রবল বৃষ্টি ও বজ্রপাত, জেনেনিন কি জানাচ্ছে আবহাওয়া রিপোর্ট!

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতর (Weather office) জানাচ্ছে, এবছর তুলনামূলক বৃষ্টির পরিমাণ অনেক বেশি। কিছু কিছু এলাকায় স্বাভাবিকের থেকে সামান্য কম বৃষ্টিপাত হতে দেখা গেলেও, আবারও কিছু কিছু এলাকায় স্বাভাবিকের থেকে বৃষ্টির পরিমাণ ছিল অনেক বেশি। অতিবৃষ্টির ফলে এখনও বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে, বন্যা পরিস্থিতি হওয়ার জোগাড়।

বাংলার আকাশ
বিগত বেশ কয়েকদিন ধরে কম বেশি বৃষ্টিতে ভিজছে বাংলা। কখনও কোথায় বজ্রপাত যুক্ত প্রবল বৃষ্টিপাত, আবার কোথাও রোদেলা আকাশ। একইভাবে গতকাল বাংলার একদিকে বৃষ্টির ফলে মানুষের ঘর থেকে বেরোন দুস্কর হয়ে পড়লেও, অন্যদিকে ছিল খটখটে আকাশ।

Kolkata weather

আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরে আবছা মেঘলা আকাশ দেখা গেলেও, চারপাশটায় কেমন একটা গুমোট ভাব রয়েছে। তবে আজ রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়াবিদরা।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলার দক্ষিণে প্রবল বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আবার বেশ কিছু এলাকায় হয়ে পারে বজ্রপাত যুক্ত বৃষ্টিপাতও। গোটা সেপ্টেম্বর জুড়েই চলবে বিক্ষিপ্ত বৃষ্টির খেলা।

rain 8 1

মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে মণিপুর অবধি বিস্তৃত হওয়ায় উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। গোটা সপ্তাহ ধরেই চলবে ভারী বর্ষণ। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস।


Smita Hari

সম্পর্কিত খবর